হোম > সারা দেশ > ঢাকা

স্থগিত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ সম্পন্নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের দায়ের করা মামলার কারণে ২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়। পরে মামলা নিষ্পত্তি হলেও দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে। ওই নিয়োগ প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। 

আজ সোমবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

বিপিএসএমটিএ সভাপতি মো. শফিকুল ইসলাম ও মহাসচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি ও শূন্য পদে দ্রুত নিয়োগ, সরকারি পর্যায়ে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করতে হবে। 

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। অন্য পেশার ডিপ্লোমাধারীদের মতো মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত দশম গ্রেডে উন্নীত করার পদক্ষেপের আহ্বানও জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা জানান, বেসরকারি হাসপাতাল, ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসমূহে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নীতিমালা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এ সময় সাত দফা দাবির কথা জানানো হয়। 

এগুলো হচ্ছে ২০১৩ সালে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা, মেডিকেল টেকনোলজিস্টদের শূন্যপদে দ্রুততম সময়ে নিয়োগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি, সরকারি পর্যায়ে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি করে নিয়োগ, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর করা, মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান এবং বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসমূহে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নীতিমালা বাস্তবায়ন করা।

মাদারীপুর জেলা: ৯১ ইটভাটার সব কটিই অবৈধ

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!