হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফুট ওভারব্রিজের নিচে রক্তাক্ত যুবক, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ফুট ওভারব্রিজের নিচে অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়েছিলেন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, সকাল ১০টার দিকে পথচারীরা ওই যুবককে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা। 

হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ জানান, সকাল ১০টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ফুটওভার ব্রিজের নিচে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক বলেন, ‘শুনেছি ঢাকা মেডিকেলে একজনের লাশ আছে। এর বেশি কিছু জানা নাই। হয়তো কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে।’

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা