হোম > সারা দেশ > ঢাকা

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা সানু ও কাউন্সিলর জাহিদ

দোহার (ঢাকা) প্রতিনিধি

নৌকায় ভোট চাওয়ায় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু এবং দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর উপজেলার বানাঘাটায় নৌকার প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন তানভীর আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদ। তাঁরা উন্নয়নের স্বার্থে সালমান এফ রহমানের পক্ষে নৌকায় ভোট চান। এ সময় তানভীর আহমেদ সানু সবাইকে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার শপথ করান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি কোনো সময়ই বিএনপিতে ছিলাম না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি প্রেস রিলিজ দিয়েছে, তাঁকে জিজ্ঞেস করেন যে, আমি কখন কোন পদে ছিলাম।’

দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা না মানায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অবৈধ নির্বাচনে বিএনপির যারা কাজ করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু