হোম > সারা দেশ > ঢাকা

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা সানু ও কাউন্সিলর জাহিদ

দোহার (ঢাকা) প্রতিনিধি

নৌকায় ভোট চাওয়ায় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু এবং দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর উপজেলার বানাঘাটায় নৌকার প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন তানভীর আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদ। তাঁরা উন্নয়নের স্বার্থে সালমান এফ রহমানের পক্ষে নৌকায় ভোট চান। এ সময় তানভীর আহমেদ সানু সবাইকে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার শপথ করান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি কোনো সময়ই বিএনপিতে ছিলাম না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি প্রেস রিলিজ দিয়েছে, তাঁকে জিজ্ঞেস করেন যে, আমি কখন কোন পদে ছিলাম।’

দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা না মানায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অবৈধ নির্বাচনে বিএনপির যারা কাজ করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ