হোম > সারা দেশ > ঢাকা

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা সানু ও কাউন্সিলর জাহিদ

দোহার (ঢাকা) প্রতিনিধি

নৌকায় ভোট চাওয়ায় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু এবং দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর উপজেলার বানাঘাটায় নৌকার প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন তানভীর আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদ। তাঁরা উন্নয়নের স্বার্থে সালমান এফ রহমানের পক্ষে নৌকায় ভোট চান। এ সময় তানভীর আহমেদ সানু সবাইকে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার শপথ করান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি কোনো সময়ই বিএনপিতে ছিলাম না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি প্রেস রিলিজ দিয়েছে, তাঁকে জিজ্ঞেস করেন যে, আমি কখন কোন পদে ছিলাম।’

দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা না মানায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অবৈধ নির্বাচনে বিএনপির যারা কাজ করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি