হোম > সারা দেশ > ঢাকা

আবেদন করেই পরিচয় দিচ্ছেন অধ্যাপক হিসেবে, লিখছেন নিবন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (বিডিইউ) অধ্যাপক পদে চাকরির আবেদন করেছিলেন তিনি। সে আবেদন অনুযায়ী নিযুক্ত না হলেও নিজেকে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যাপক এবং আইসিটি ও শিক্ষা বিভাগের প্রধান হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। এই পরিচয়ে বিভিন্ন পত্রিকায় লিখছেন নিবন্ধও। তাঁর নাম ড. মো. আকতারুজ্জামান।

ড. মো. আকতারুজ্জামান নামের এই ব্যক্তির বিষয়ে আজ বুধবার সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিডিইউ। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁর সঙ্গে বিডিইউয়ের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় নিবন্ধ ছাপিয়ে ড. মো. আকতারুজ্জামান তাঁর নিজের নামের পাশে বিডিইউ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক এবং আইসিটি ও শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে বিডিইউয়ের সঙ্গে ড. মো. আকতারুজ্জামানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি কখনোই বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক কিংবা বিভাগীয় প্রধান পদে ছিলেন না। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যাপক পদে চাকরির আবেদন করেছিলেন মাত্র। পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মাধ্যমে জানা গেছে ড. মো. আকতারুজ্জামান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছেন। 

বিজ্ঞপ্তিতে ড. মো. আকতারুজ্জামানের এসব অসত্য অপপ্রচার এবং প্রতারণা থেকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির