হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষার্থী অঙ্কনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি

জবি প্রতিনিধি

বিচারহীনতার কারণে অঙ্কনদের বারবার মৃত্যু হচ্ছে। একটা হাস্যোজ্জ্বল মেয়ে হঠাৎ করে বিষ খেল আর মরে গেল, এমনটা হতে পারে না। এর পেছনের কারণ খতিয়ে বের করতে হবে। অঙ্কনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। 

এ সময় মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন সহপাঠী আফসানা বিথী। তিনি বলেন, ‘আমরা অঙ্কনের এই রহস্যময় মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। পরিবার মামলা না করলেই কোনো অস্বাভাবিক মৃত্যু বিনা বিচারে ধামাচাপা পড়তে পারে না। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে সত্য উদ্ঘাটন করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা। অঙ্কনের মৃত্যু প্রতিনিয়ত কাঁদাচ্ছে আমাদের, ভাবিয়ে তুলেছে নানাভাবে। অঙ্কনের মৃত্যুরহস্যের আইনি তদন্ত হোক।’ 

সহপাঠী নিয়ামত উল্লাহ তানিম বলেন, ‘এমন প্রচণ্ড মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যুরহস্যের আইনি তদন্ত হোক।’ 

অণুজীব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াল দাস অনুপ বলেন, ‘রহস্যজনক মৃত্যু দিনদিন বেড়েই চলেছে। কিছুদিন আগে আকবর ভাইয়ের মৃত্যু হলো, দীর্ঘদিন হয়ে গেলেও সেই রহস্য কাটেনি।’ 

ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থী অঙ্কনের এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। তাঁর আত্মহত্যায় মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত হোক। সত্য বেরিয়ে আসুক। তাঁর মৃত্যু ডিবেটিং সোসাইটির অপূরণীয় ক্ষতি।’ 

সুমাইয়া ইসলাম সোমা বলেন, ‘অঙ্কনের এই রহস্যজনক মৃত্যু যেন ধামাচাপা না পড়ে। তদন্ত করে বের করা হোক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তাঁর পরিবারও চুপ করে রয়েছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতে তাঁর পরিবারের সহযোগিতা করা উচিত। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত যতবার পথে নামতে হয় আমরা নামব।’

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল স্বামীর বাসায় অজ্ঞান হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন। হাসপাতালের সূত্রমতে, অতিরিক্ত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জানা যায়, ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের বিষয়ে হতাশ থাকতেন অঙ্কন। 

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন