হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার একটি মামলায় তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন, তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা মো. পলাশ, মো. নাজমুল হাসান ওরফে সুমন, মো. ফকরুল ইসলাম, মানিক সরদার, রতন মিয়া, লিটন মিয়া ও বিল্লাল।

শুক্রবার বিকেলের দিকে সাত আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক তারেক জাহান খান। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, গত ৯ মে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় আসামিরা নাশকতা ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যসম্পাদনের জন্য প্রস্তুতি ও পরিকল্পনার অংশ হিসেবে দাহ্য পদার্থ পেট্রল ও বিস্ফোরকদ্রব্য নিয়ে একত্রিত হয়। আসামিরা ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ করে ভ্যানগাড়িতে অগ্নিসংযোগ করে। এর পর আসামিরা পালিয়ে যায়।

এই অভিযোগে গত ১০ মে তেজগাঁও থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু