হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার একটি মামলায় তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন, তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা মো. পলাশ, মো. নাজমুল হাসান ওরফে সুমন, মো. ফকরুল ইসলাম, মানিক সরদার, রতন মিয়া, লিটন মিয়া ও বিল্লাল।

শুক্রবার বিকেলের দিকে সাত আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক তারেক জাহান খান। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, গত ৯ মে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় আসামিরা নাশকতা ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যসম্পাদনের জন্য প্রস্তুতি ও পরিকল্পনার অংশ হিসেবে দাহ্য পদার্থ পেট্রল ও বিস্ফোরকদ্রব্য নিয়ে একত্রিত হয়। আসামিরা ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ করে ভ্যানগাড়িতে অগ্নিসংযোগ করে। এর পর আসামিরা পালিয়ে যায়।

এই অভিযোগে গত ১০ মে তেজগাঁও থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন