হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

লকার ভাঙার চেষ্টার অভিযুক্ত যুবক। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে একজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। দোবাদিয়ার গাজী কমপ্লেক্স মার্কেটের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথে গতকাল মঙ্গলবার দাবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, আটক ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

ওই বুথের নৈশপ্রহরী ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম। যাওয়ার আগে বাজারের সিকিউরিটি গার্ডদের এটিএম বুথ দেখে রাখতে বলেছিলাম। যাওয়ার পরপরই সিকিউরিটি গার্ডদের চিৎকার শুনে এসে দেখি, একজন বুথের লকার ভাঙার চেষ্টা করছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলে। তারপর তাকে পুলিশে দেওয়া হয়।’

ফিরোজ আহমেদ আরও বলেন, ‘ওই যুবক আমাকে আগে থেকেই ফলো (অনুসরণ) করছিল বলে মনে হচ্ছে। আমি টয়লেটে যাওয়ার পরপরই সুযোগ পেয়ে বুথে ঢুকে গেছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও আমার সিকিউরিটি কোম্পানিকে জানিয়েছি।’

দোবাদিয়া বাজারের নৈশপ্রহরী শেখ মোহাম্মদ হিম্মত আলী বলেন, ‘আমরা তিনজন বাজারে ডিউটি করি। দুজন দুই পাশে, আমি মাঝখানে। ওই ছেলেটা হঠাৎ এসে চারদিকে দেখে ভেতরে ঢুকে যায়। তখন আমার সন্দেহ লাগে। বুথে লেনদেন হয় কি না, কিছুই জিজ্ঞেস করল না।’

তিনি বলেন, ‘সন্দেহ হওয়ায় আরেকটা সিকিউরিটি গার্ড ওই যুবকের সঙ্গে বুথে যায়। বুথে ঢুকে লাইট বন্ধ করে পকেট থেকে কিছু বের করে ভাঙা শুরু করে ওই যুবক। তারপর স্থানীয়দের ডেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।’

ওই এলাকার বাসিন্দা মো. আশিক বলেন, ‘আমি গাড়ি থেকে নামছিলাম, তখন দেখি ওই যুবক সিকিউরিটি গার্ডদের সঙ্গে তর্কাতর্কি করছে। তার দাবি, এটিএম কার্ড বুথে আটকে গেছে, বের করতে পারছে না। তারপর দেখি বুথে টাকার কাভার ধরে টানাটানি করছে। তখন লোকজন ডাকাডাকি করে একত্র করেছি।’

ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দোবাদিয়া বাজারের ইসলামী ব্যাংকের বুথে ঢুকে এটিএম মেশিন ভাঙার চেষ্টাকালে সিকিউরিটি গার্ড ও স্থানীয়রা এক যুবককে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি জিয়া বলেন, আটক যুবকের কথাবার্তা অসংলগ্ন। ধারণা করা হচ্ছে, তার মানসিক সমস্যা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না