হোম > সারা দেশ > গাজীপুর

ছয় ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাস পেয়ে খান টেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা আজ দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাসে ছয় ঘণ্টা পর সড়ক ছাড়লেন খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে কারখানা কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক তাজুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের দাবির বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা তাঁদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছি। আশ্বাস দেওয়া তারিখ অনুযায়ী বেতন না পেলে আবার অবরোধ করব।’

গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাস পেয়ে খান টেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা আজ দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

খান টেক্স ফ্যাশন কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, চলতি মাসের ১৭ ও ২৩ তারিখ দুই মাসের বেতন পরিশোধ করা হবে বলে শ্রমিকদের জানানো হয়েছে। এরপর শ্রমিকেরা রাস্তা ছেড়ে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের একটি তারিখ নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট