হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেছা বেগম ওই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের পর রমেছা বেগম আবার ঘুমিয়ে পড়েন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরের ভেতর ঢুকে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন