হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার বসুন্ধরা আবাসিল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জাকির খানের বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে। একটি মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। ড়

আজ শনিবার দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, ‘জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালের সন্ত্রাস দমন আইনে প্রথমে ১৭ বছর পরে তা কমিয়ে ৮ বছরের সাজা হয়। এরপর থেকেই দেশে ও বিদেশে ২১ বছর পলাতক ছিল সে। ২০০৩ সালে বিএনপি ও ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার (তৈমূর আলমের ভাই) হত্যা মামলার আসামি হলে আত্মগোপনে যায় সে। দীর্ঘদিন থাইল্যান্ডে ও ভারতে পলাতক থাকার পর সম্প্রতি তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। 

সূত্র বলছে, জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। এর আগে ছিলেন জাতীয় ছাত্র সমাজের নেতা। ১৯৮৯ সালে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের হাতে ধরে তার রাজনীতিতে প্রবেশ। তাঁর বাবা দৌলত খান ছিলেন তৎকালীন টানবাজার পতিতালয়ের নিয়ন্ত্রক। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নাসিম ওসমানের সঙ্গে বিরোধ হয় জাকির খানের। এরপর কামালউদ্দিন হাত ধরে সে ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেয়। বিএনপিতে যোগদানের পরপরেই খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। 

বলা হয়, শহরের দেওভোগ এলাকায় শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশ্যে গুলি করে নিজের ত্রাস হাজির করে আলোচনায় আসেন জাকির খান। ১৯৯৬ সালে জাকির খান একটি মার্কেটে হামলা ও ভাঙচুরের মামলায় শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত হয় সে। একই বছর আরেক ঠিকাদারের কাছে চাঁদাবাজির মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় তার। 

১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ লাভ করে। ২০০০ সালে শামীম ওসমান টানবাজার ও নিমতলী পতিতালয় উচ্ছেদ করলে আর্থিকভাবে দুর্বল হয়ে পরে জাকির খান। ২০০১ সালে জেল থেকে বেরিয়ে আসার পর তাকে সংবর্ধনা দেয় বিএনপি। কিন্তু দুই বছর পরেই বিআরটিসির সে সময়কার চেয়ারম্যান তৈমূর আলম খন্দকারের ভাই সাব্বির আলম খন্দকার আততায়ীর গুলিতে নিহত হলে সেই মামলায় আসামি করা হয় জাকির খানকে। এরপর থেকেই আত্মগোপনে চলে যায় জাকির খান। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট