হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর-আজিমপুর রুটে ফের চালু হলো বিআরটিসির বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে। 

পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া  নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
 
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।  

মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে। 

এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে। 

রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার  কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা। 
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ