হোম > সারা দেশ > ঢাকা

এমপি বাহারের বিষয়টা পাস্ট অ্যান্ড ক্লোজড: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘মাননীয় এমপি বাহারের বিষয়টা এখন আমার কাছে পাস্ট অ্যান্ড ক্লোজড। নির্বাচন শেষ হয়ে গেছে গেছে তাই এখন এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করব না।’ আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল এ কথা বলেছেন।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি ভাঙার অভিযোগে কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ত্যাগ করতে চিঠি দেয় নির্বাচন কমিশন। পরে এই চিঠি দিয়ে তাঁর সম্মানহানি করা হয়েছে বলে দাবি করেন বাহাউদ্দিন বাহার। তাঁর এমন মন্তব্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘প্রথমত মাননীয় সংসদ সদস্য বাহারের বিষয়টা আমার দৃষ্টিতে পাস্ট অ্যান্ড ক্লোজড। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বাহার সাহেবের ম্যাটার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনারা করেছেন। নির্বাচন পরিসমাপ্ত হয়েছে এখন এই বিষয়টা নিয়ে কোনো রকম মন্তব্য আমাকে জিজ্ঞেস করলে আমি করব না।’

স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা পরিবর্তন করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর আউয়াল বলেন, ‘সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। আইন সংশোধনের বিষয়টা কন্টিনিয়াস প্রসেস।’

কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

ভোটদানের গোপন কক্ষে ডাকাত প্রবেশ করেছে কি না, এ প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে তাঁরা এখনো অবগত নন বলে জানিয়েছেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘একটা পত্রিকায় এসেছে একজন উঁকি দিয়েছিল। কিন্তু আপনাদেরই একটা মিডিয়া থেকে বলা হয়েছে জিনিসটা সত্য নয়।’ ইভিএমে ভোট গ্রহণ ধীর গতির ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাঁরা ভোট দিতে অভ্যস্ত না তাঁদের বুঝতে সময় লেগেছে। যাঁরা ইভিএমে অভ্যস্ত, ভোট দিয়েছেন, বুঝেছেন, তাঁদের ১৫ থেকে ৩০ সেকেন্ড লেগেছে।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে