হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

গতকাল শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মো. আলম (৩৫), মো. রমজান আলী (২২) ও মো. রিফাত (১২)। 

দুর্ঘটনার সময় বাইরে ছিলেন রমজানের ভাই ও রিফাতের চাচা মো. সুমন। তিনি বলেন, ‘আমরা একটি কোম্পানিতে চাকরি করি। রাতে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তিনজনকে ভর্তি করা হয়েছে।’ 

তাঁদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বলে জানান সুমন। তবে কাজের সূত্রে তাঁরা নারায়ণগঞ্জে থাকতেন। কদিন আগেই কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে বেড়াতে আসে রিফাত। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাঁদের মধ্যে আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ ও রিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।’

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরা কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

মহান বিজয় দিবসে মেট্রোরেল সাময়িক বন্ধ থাকবে

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে