হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে রাখা লাশ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামের এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে নিলুফা বেগম (১৯) বলেন, আজ ভোরে উপজেলার দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন কুদ্দুস শেখ। ভোর সাড়ে ৫টার দিকে কামাল শেখের পুকুরপাড়ে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের পুকুরে ফেলে চলে যায়। এ সময় কুদ্দুসের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিলুফা বেগম আরও বলেন, গত বছর উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে কয়েক দফা তাঁকে মারধর করায় সম্প্রতি রফিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন নেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এটি তাঁর স্বামী রফিক সরদারের বলে জানিয়েছেন নিলুফা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা