হোম > সারা দেশ > ফরিদপুর

অসুস্থ বাবাকে চিকিৎসক দেখাতে নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শুল্কা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বাবা মনোহর বিশ্বাসকে চিকিৎসক দেখাতে ওই মাইক্রোবাসটিতে যাচ্ছিলেন ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী মাগুরা জেলা সদরের আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা মনোহর বিশ্বাস (৮৫) এবং বোন পারুল বিশ্বাস (৪৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে একই পরিবারের কয়েকজন সদস্য ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাগুরাগামী টাইলসবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে মারা যান ওই নারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, আহতদের বরাতে জানা গেছে, ওই নারী তাঁর অসুস্থ বাবাকে নিয়ে মাইক্রোবাসযোগে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি বিপরীত লেনে চলে গেলে সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরে দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট