হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

মোহাম্মদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত

ঢাকার সাভার থেকে মোহাম্মদ আবু সাঈদ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার সাভার পৌর এলাকার বাজার রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার বাজার রোড থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।

পুলিশ জানায়, আবু সাঈদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মন্ত্রীর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, আবু সাঈদের বাড়ি গোপালগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় বসবাস করেন। এনামুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আবু সাঈদ তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর থেকে তিনি পরিবহনে চাঁদাবাজিসহ ফুটপাতে বাজার বসিয়ে চাঁদা আদায় করতেন। এসব কাজের জন্য তাঁর একটি বাহিনী আছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার