হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে দুটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভাঙচুর করা হয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পল্লি বিদ্যুৎ মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল নূর বলেন, সারা দেশে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ বাহিনী অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে গণহত্যা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি।’

একই কলেজের শিক্ষার্থী সুচি আক্তার বলেন, ‘সারা দেশে কতটা নির্মমভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছে। সারা দেশে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী নিহত-আহত হয়েছে। অনেক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আমরা এ ধরনের কাজের প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, খুনিদের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন