হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সওজের জমিতে দোকান, লাখ লাখ টাকায় ভাড়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দড়িকান্দি গ্রামের শাহজাহান মিয়া, মামুন মিয়া ও বাবু নামের তিন ব্যক্তি কয়েক মাস আগে ওই জমিতে দোকানঘর নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য পদচারী সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণ করে নারায়ণগঞ্জ সওজ। নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই সেতুর পাশে পরিত্যক্ত জায়গায় আওয়ামী লীগ নেতা পরিচয়ে ওই তিন ব্যক্তি ৮-১০টি দোকানঘর নির্মাণ করেন। প্রতিটি দোকান থেকে অগ্রিম ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। এসব দোকান থেকে প্রতি মাসে তাঁরা ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ভাড়া তুলছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজেদের আওয়ামী লীগ নেতা পরিচয় দিলেও দলটিতে শাহজাহান, মামুন বা বাবুর কোনো পদ-পদবি নেই। তবু এই পরিচয়েই পুরো ইউনিয়নে প্রভাব দেখান তাঁরা।

গত সোমবার দড়িকান্দি এলাকায় দেখা যায়, সেতুর নিচের পূর্বাংশে সওজের জায়গায় টিনশেড দোকান করে ভাড়া দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অগ্রিম ও ভাড়া দোকান নিয়ে বিভিন্ন ধরনের মালামাল সাজিয়ে বসেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দড়িকান্দি এলাকার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গাতে শাহজাহানের নেতৃত্বে কয়েকজন দোকানঘর নির্মাণ করে ভাড়া খাচ্ছেন। তাঁরা একটু সরকারি জায়গা পেলেও সেটা দখল করে নেন। এসব দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই।’

জানতে চাইলে সওজের ওই জমির এক দোকানি কামাল হোসেন বলেন, ‘আমরা অগ্রিম টাকা দিয়ে দোকান নিয়েছি। সরকারি জায়গা কি না, আমার জানা নেই।’

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ সরকারি জায়গা দখল করে চাঁদাবাজি করলে এর দায়ভার আমরা নেব না।’

এ বিষয়ে শাহজাহান এবং মামুনের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।

অভিযুক্ত বাবু মোবাইল ফোনে বলেন, স্ট্যান্ডের দোকানগুলো শাহজাহান মিয়া নির্মাণ করেছেন। বাবুর দাবি, দখলে থাকা এসব দোকানের আয় থেকে বাসস্ট্যান্ড মসজিদের খরচ ও ইমামের বেতন দেওয়া হয়। তবে তাঁরা এ জায়গা লিজ (ইজারা) নেননি বলেও জানান বাবু।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, ‘মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় সওজের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি, দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সওজের জায়গায় গড়ে ওঠা এই অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘দখলদাররা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সওজের পক্ষ থেকে উচ্ছেদে সহযোগিতার জন্য চিঠি পেয়েছি। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ