হোম > সারা দেশ > গোপালগঞ্জ

দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাপার্ড হলরুমে এ সেমিনার হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারটির উদ্বোধন করেন।

বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন বাপার্ডের পরিচালক ড. মো. আলমগীর হোসেন, কৃষিবিদ মো. মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজ্জাম্মেল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, ‘গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র্যবিমোচনে কাজ করে যাচ্ছে বাপার্ড। এটি বর্তমানে একটি আন্তর্জাতিক ও আধুনিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত ১৬ জুন প্রধানমন্ত্রী বাপার্ড উদ্বোধন করেছেন। আমরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করেছি।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক