হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, টিয়ার শেল-লাঠিপেটা

জবি প্রতিনিধি 

পুলিশি বাধার মুখে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা।

৭০ শতাংশ আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ পদযাত্রা পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে পড়েছে। আজ বুধবার দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনার দিকে এগুতে নিলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ।

এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল। ছবি: আজকের পত্রিকা।

শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, আমরা আমাদের দাবির জন্য যাচ্ছি, কোনো অন্যায্য দাবির জন্য যাচ্ছি না। প্রশাসনের বাহিনীদের বলতে চাই আমাদের সাথে এগ্রেসিভ আচরণ করবেন না।

গত সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীরা দাবি করেন, দাবি যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির