হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুর রহিম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম নারায়ণগঞ্জ সদর থানার মহসিনাবন্ধ পূর্ব এলাকার মৃত আবির মিস্ত্রীর ছেলে। হাজতবাসের আগে গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদ গর এলাকায় থাকতেন তিনি। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার অর্পণ চৌধুরী বলেন, ‘ছিনতাই ও চাঁদাবাজি মামলায় তাঁকে গত ৩০ নভেম্বর ওই কারাগারে নেওয়া হয়। এর আগে তিনি গত ১৪ নভেম্বর থেকে গাজীপুর জেলা কারাগারে ছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।’ 

জেলার বলেন, ‘তিনি শ্বাস কষ্ট ও হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’ 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাদেকা আফরিন লুচি বলেন, ‘তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার অন্তত দেড়-দু ঘণ্টা আগেই তিনি মারা গেছেন। নিহতের লাশটি শক্ত হয়ে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান