হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুর রহিম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম নারায়ণগঞ্জ সদর থানার মহসিনাবন্ধ পূর্ব এলাকার মৃত আবির মিস্ত্রীর ছেলে। হাজতবাসের আগে গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদ গর এলাকায় থাকতেন তিনি। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার অর্পণ চৌধুরী বলেন, ‘ছিনতাই ও চাঁদাবাজি মামলায় তাঁকে গত ৩০ নভেম্বর ওই কারাগারে নেওয়া হয়। এর আগে তিনি গত ১৪ নভেম্বর থেকে গাজীপুর জেলা কারাগারে ছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।’ 

জেলার বলেন, ‘তিনি শ্বাস কষ্ট ও হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’ 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাদেকা আফরিন লুচি বলেন, ‘তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার অন্তত দেড়-দু ঘণ্টা আগেই তিনি মারা গেছেন। নিহতের লাশটি শক্ত হয়ে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির