হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার মহাসড়কের শিবালয়ের উথুলী মোড়ে ও দুই ঘাটে মেজর রাফীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া পাটুরিয়া ও আরিচা ঘাটে লঞ্চ-স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পারাপার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ বিষয়ে মেজর কাফী বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা ঘরমুখী মানুষদের কাছ থেকে যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে বাস থামিয়ে চালকদের জিজ্ঞেস করা হয়। যাত্রীদের ভাড়া নিয়ে অভিযোগ থাকলে উভয়ের কথা শুনে বাড়তি ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অপর দিকে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া এবং নৌযানে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে।

এদিকে কয়েকজন যাত্রী জানান, এবার ঈদে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী সড়কে ও ঘাট এলাকায় তদারকি করায় সিন্ডিকেটরা অতিরিক্ত টাকা নিতে পারছে না।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক