হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কোরবানির হাট মাতাতে প্রস্তুত রাজা বাদশাহ

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ) 

মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে রাজা বাদশাহ নামের বিশাল একটি ষাঁড়। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করছেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম। ৩৩ মণ ওজনের রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। 

সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ষাঁড়টির নাম আদর করে রেখেছেন রাজা বাদশাহ, জানান স্বামী–স্ত্রী। ষাঁড়টি বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন শাহজাহান। 

শাহজানের স্ত্রী  ফুলজান বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’

শাহজাহান ও ফুলজান জানান, গরুটির খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা গমের ভুসি ছিল। এ ছাড়া ছিল ছোলা, খড়, তাজা ঘাস, ভুট্টা এমনকি মালটা ও আঙুরের মতো ফলও। নিয়ম করে দুই–তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। গরুটির যেন গরম না লাগে সে জন্য বড় একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে গোয়াল ঘরে। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানান তাঁরা। 

হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আট ফুটের বেশি দৈর্ঘ্যের ও পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির