হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে মহাসড়কে শ্রমিকেরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের ধাওয়া করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে মানুষ।

আজ সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, অমিতি সোয়েটারস লিমিটেডের শ্রমিকেরা আজ রোববার সকাল ৮টার দিকে কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান।

অমিতি সোয়েটার্স লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে দেওয়া একটি নোটিশে জানানো হয়েছে, কারখানায় কোনো কাজ না থাকায় ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী লে-অফ (বন্ধ) থাকবে। তবে, এই সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বন্ধের সময়ে শ্রমিকদের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

শ্রমিকেরা জানান, আজ সকালে কাজে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকেরা। এরপর তাঁরা সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। তাঁরা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান জানান, আজ সকালে শ্রমিকেরা প্রধান ফটকে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ