হোম > সারা দেশ > গাজীপুর

ওড়নায় ঝুলছিল মায়ের লাশ, মেঝেতে বসে কাঁদছিল দুই শিশু

গাজীপুরের শ্রীপুরে ভেতর থেকে আটকানো ঘরে দুই শিশুর ডুকরে কান্নার আওয়াজে এগিয়ে যায় প্রতিবেশীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে তারা দেখে শিশুরা মেঝেতে বসে কাঁদছে আর তাদের মায়ের মরদেহ ঝুলে আছে ওড়নায়। 

বাড়ির মালিক বলছে, ওই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া হয়, গতকালও হয়েছিল। সে কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে। 

আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের তরমুজেরপাড় এলাকার জনৈক রুদ্র মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই সন্তানসহ স্বামীর সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

গৃহবধূর নাম—সুমাইয়া আক্তার (২৭)। তিনি উপজেলার নগরহাওলা গ্রামের মো. ফারুক মিয়ার স্ত্রী। নিহতের স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

এ বিষয়ে ওই বাড়ির মালিক বাসার মালিক রুদ্র মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হয়। গতকাল রাতেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। এরই জেরে স্বামী কারখানায় যাওয়ার পর, বাচ্চাদের ঘরের ভেতরে নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘দুই শিশুর বয়স ৪ বছর ও ৬ বছরের মতো হবে। তাদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকির একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ওই নারী ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। এ সময় দুটি শিশু ঘরের মেজেতে বসে ছিল। খবর পেয়ে আমি বাসায় পৌঁছে, পুলিশে খবর দিয়েছি।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল