হোম > সারা দেশ > গাজীপুর

শিশুর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা দাবি চাচার

গাজীপুরে শ্রীপুরে ভাতিজার গলায় ছুরি ধরে ২ লাখ টাকা দাবির অভিযোগ উঠছে আল আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত চাচাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের ব্যাপারী বাড়ি এলাকার মো. নুরু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশু পলাশ (১২) কেওয়া গ্রামের মো. নূরু মিয়ার ছেলে। আটক আল আমিন (৪৫) পলাশের বাবা নূরু মিয়ার সতভাই। 

শিশুটির বাবা মো. নুরু মিয়া বলেন, ‘আল আমিন আমার সতভাই। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি আমার ঘরে প্রবেশ করে পলাশের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। এ সময় সে ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেন।’ 

মো. নুরু মিয়া আরও বলেন, ‘একপর্যায়ে ছেলের মা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। এরপর শ্রীপুর থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকেই আল আমিনকে আটক করা হয়।’ 

প্রত্যক্ষদর্শী মাসুদ ব্যাপারী জানান, ‘আল-আমিন শিশুটিকে টাকার জন্য গলায় ছুড়ি ধরে জিম্মি করে রাখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনি হুমকি দেয় টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলবেন।’ 

শ্রীপুর থানার পরিদর্শক মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই রাত ১টার দিকে। আল-আমিন শিশুটিকে জিম্মি করে পরিবারের কাছে দুই লাখ টাকা দাবির বিষয়টি সঠিক। এ বিষয়ে পরবর্তী আইন পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের