হোম > সারা দেশ > ঢাকা

দোহারে চায়ের দোকানে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে পালামগঞ্জের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত নাজমুল (২৪) উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী ব্যাপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী মো. তারেক বলেন, ‘আজ সকালে আমার দোকানে চা খাচ্ছিলেন নাজমুল। এ সময় তিন যুবক একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানে ঢুকে নাজমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’  

প্রত্যক্ষদর্শী মিলন জানান, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। নিহতের পরিবারেরও দাবি রনি নাজমুলকে হত্যা করেছে।  

এ বিষয়ে নিহত নাজমুলের মা নাছিমা বেগম বলেন, ‘আমার ছেলে সকালে ঘরে শুয়েছিল। পরে চা খাওয়া জন্য বের হয়। চায়ের দোকানে রনিসহ বেশ কয়েকজন এসে আমার ছেলেকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।’ 

তাঁদের সঙ্গে আগে কোনো ঝামেলা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রনির সঙ্গে আগে ঝামেলা ছিল, কিন্তু সেটা মীমাংসা করা হয়েছে। রনিরা আমার ছেলেকে মেরে ফেলেছে—এর বিচার চাই আমি।’ 

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িত সন্দেহভাজন রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন