হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অটোরিকশা উল্টে শিশু নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আজ সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মাসহ দুজন আহত হন। এতে স্থানীয় লোকজন বাসটি আটকে রেখে আগুন ধরিয়ে দেন। আজ সোমবার সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ন পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস সন্ধ্যার দিকে সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে শিশুযাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় শিশুটির মাসহ দুজন আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা বাসটি আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি কায়সার আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট