নরসিংদীর মনোহরদীতে নদী খননের বালু অবৈধভাবে বিক্রির অভিযোগে খোকন পাঠান নামে এক যুবলীগ নেতাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত খোকন পাঠান মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।
মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে অবৈধভাবে বালু বিক্রি করছিলেন খোকন পাঠান। এরই জেরে তাঁকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, একই অপরাধে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁওয়ের পাভেল নামে এক বালু ব্যবসায়ীকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।