হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টা মামলায় আমুর খালাতো ভাই কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেন। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই আওয়ামী লীগ নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আজ বিকেলে তাঁকে আদালতে হাজির করে রামপুরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে খন্দকার রাহাত হোসেনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২২ জুলাই দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। গত ১১ ফেব্রুয়ারি জহিরুল নিজে বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে