হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টা মামলায় আমুর খালাতো ভাই কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেন। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই আওয়ামী লীগ নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আজ বিকেলে তাঁকে আদালতে হাজির করে রামপুরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে খন্দকার রাহাত হোসেনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২২ জুলাই দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। গত ১১ ফেব্রুয়ারি জহিরুল নিজে বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান