হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টা মামলায় আমুর খালাতো ভাই কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেন। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই আওয়ামী লীগ নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আজ বিকেলে তাঁকে আদালতে হাজির করে রামপুরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে খন্দকার রাহাত হোসেনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২২ জুলাই দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। গত ১১ ফেব্রুয়ারি জহিরুল নিজে বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন