রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেজবাহ উদ্দিন বলেন, ‘এসআই কামরুল মোটরসাইকেলে ছিলেন। তাঁকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, বলাকা পরিবহনের একটি বাস এসআই কামরুল হাসানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামরুল হাসানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলা নাগরায়। তিনি রাজধানীর বাসাবো এলাকায় বসবাস করতেন।