হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল, আটক ৪

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও কৃষক দল। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থক ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল এই মিছিল বের করে। এ সময় অন্তত ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টি এইচ তোফাসহ বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মাদানীনগর এলাকায় টায়ারে অগ্নিসংযোগ ও পিকেটিং করেন। সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতা-কর্মীরা টায়ার পুড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় অবরোধ করেন। সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতা-কর্মীরা তিনটি বাস ভাঙচুর করেন। এ সময় ১০-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সময় চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির