হোম > সারা দেশ > ঢাকা

৩ মাস পর খুলছে সাফারি পার্ক

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

‘সাফারি পার্ক গাজীপুর’ নতুন নামে আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তিন মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে আগামীকাল শুক্রবার। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্র পার্কের নাম পরিবর্তন করে ‘সাফারি পার্ক গাজীপুর’ নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। পার্কের কয়েকটি ক্ষতিগ্রস্ত বেষ্টনী ছাড়া সব বেষ্টনী পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।

সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশকিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্ক অনিষ্টকালের জন্য বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে। পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু