হোম > সারা দেশ > ঢাকা

৩ মাস পর খুলছে সাফারি পার্ক

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

‘সাফারি পার্ক গাজীপুর’ নতুন নামে আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তিন মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে আগামীকাল শুক্রবার। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্র পার্কের নাম পরিবর্তন করে ‘সাফারি পার্ক গাজীপুর’ নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। পার্কের কয়েকটি ক্ষতিগ্রস্ত বেষ্টনী ছাড়া সব বেষ্টনী পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।

সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশকিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্ক অনিষ্টকালের জন্য বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে। পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন