হোম > সারা দেশ > ঢাকা

কম দামে মাংস ডিম সবজি বিক্রি শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।

ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। 

ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে