সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর ছেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হিরাকে (৪৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার রাজধানীর রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রূপগঞ্জ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সন্ধ্যায় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোয়েন্দা পুলিশ হীরাকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।