বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল গেটের সামনে ইয়াবা বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। শনিবার চলা এই অভিযানে তাঁদের কাছ থেকে ৩ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রকিব ওরফে রকি ও মো. আরিফ।
গোয়েন্দার সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম জানান, ‘শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ছয়টায় রমনা এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল গেটের সামনে থেকে ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে উদ্ধার করা হয়েছে তিন হাজার পিছ ইয়াবা।’
শিকদার মো. হাসান ইমাম জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করত। শিল্পকলার সামনে তাঁরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।