হোম > সারা দেশ > ঢাকা

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করে ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করে নাটোর থেকে মোটরসাইকেলে ঢাকার আশুলিয়ায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু বাসায় পৌঁছার আগেই দ্রুতগতির একটি ট্রাক কেড়ে নেয় তাঁদের প্রাণ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাব সড়কের বড় রাঙ্গামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী হাসি বেগম। তাঁদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দেলোয়ার হোসেন আশুলিয়ার রাতুল নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় লাইন চিফ পদে চাকরি করতেন এবং তাঁর স্ত্রী গৃহিণী ছিলেন। তাঁদের দুটি কন্যাসন্তান আছে। আশুলিয়ার পুকুরপাড় বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তাঁরা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিরাব-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতি জিরাব এলাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বড় রাঙ্গামাটিয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ওষুধ কারখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

নিহত দেলোয়ারের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকেই তাঁরা গ্রামের বাড়ি থেকে এসেছে। আমি তাঁদের লাশ নিয়ে যেতে চাই। আমরা কোনো মামলা মোকদ্দমা চাই না। আমরা লাশ ময়নাতদন্ত করাতেও চাই না।’

আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। নিহতদের স্বজনেরা এসেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই