হোম > সারা দেশ > গাজীপুর

অবশেষে দুই চেয়ারম্যানের মধ্যস্থতায় সম্পন্ন হলো বিয়ে

গাজীপুরের শ্রীপুরে সংঘর্ষের ঘটনায় আটকে যাওয়া বিয়ে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় অবশেষে সম্পন্ন হয়েছে। 

আজ শনিবার সকালে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব ঢালী কনের বাড়ি এসে দিনব্যাপী আলাপ আলোচনা করেন। এরপর উভয়পক্ষের সম্মতিক্রমে বিয়ে সম্পন্ন হয়। কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, দুই পরিবারকে বুঝিয়ে গতকাল শুক্রবারের ঘটে যাওয়া সব ঘটনার অবসান ঘটিয়ে বিয়ে সম্পন্ন করা হয়েছে। 

পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব ঢালী বলেন, বরের পরিবারের সদস্যেদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বর এবং কনের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে দুটি পক্ষকে সব ভুল বোঝাবুঝি বাদ দিয়ে বিয়ে সম্পাদন করা হয়েছে। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিয়ে বাড়িতে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়। কনে আফসানা একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নে পাইথল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলামের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি ছিল। কিন্তু বিয়ের দিন গেট ধরা নিয়ে কথা-কাটাকাটির হয়। এরপর খাবার টেবিলে বরের চাচার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে বরপক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে জনপ্রতিনিধিরা গিয়ে উভয়পক্ষকে শান্ত করেন। কিন্তু সেদিন বিয়ে আর হয়নি।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল