হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুরের যানজট ঠেকল রাজধানীতে

আজকের পত্রিকা ডেস্ক­

গাজীপুরের টঙ্গীতে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জোবায়েরপন্থীরা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী। গতকাল সন্ধ্যায় মহাসড়কের উত্তরা এলাকায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জোবায়েরপন্থীরা। বিক্ষোভ ও অবরোধের কারণে গতকাল বুধবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জোবায়েরপন্থীরা। সড়ক অবরোধের প্রভাবে গাজীপুর দিয়ে ঢাকা থেকে বের হওয়া ও ঢাকায় ঢোকার উভয় পথে তীব্র যানজট দেখা দেয়। তা রাজধানীর উত্তরা, কুড়িল বিশ্বরোড, বনানী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় গতকাল সন্ধ্যায়ও বিভিন্ন ধরনের যানবাহনকে যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনকর্মীরা।

উত্তরা প্রতিনিধি জানান, মহাসড়কের উত্তরা ও বিমানবন্দর এলাকা ঘুরে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জোবায়েরপন্থীদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় অংশে যানজট দেখা দেয়। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে ডাইভারশন করে দেয়।

বিদেশগামী মো. হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে মহাসড়কের যানজটের কারণে বিপদেই পড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, হাতে বেশি সময় নিয়ে বের হয়েছিলাম। তাতেও ফ্লাইট ছেড়ে দেওয়ার কিছুটা সময় আগে বিমানবন্দরে পৌঁছাতে পেরেছি। নাহলে বিদেশযাত্রাই শেষ হয়ে যেত।’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

সৌখিন পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, ‘সকাল ৯টার কিছু পর মাওনা চৌরাস্তায় এসে পৌঁছাই। এসে দেখি হুজুররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এক ঘণ্টার বেশি সময় বাস বন্ধ করে বসে আছি। কিছু যাত্রী বাস থেকে নেমে গেছে।’

ইসলাম পরিবহনের যাত্রী আমেনা খাতুন জানান, তাঁর ছোট বোন স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। কারখানায় বোনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে বাসে করে রওনা দেন তিনি। কিন্তু আন্দোলনের কারণে দীর্ঘ সময় ধরে বাসে বসে থাকতে হয়েছে। সোনার বাংলা পরিবহনের যাত্রী সবুজ মিয়া বলেন, ‘শত শত পরিবহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।’

টঙ্গী প্রতিনিধি জানান, তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বাজার এলাকা থেকে গাজীপুরা বাসস্টেশন পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে তারগাছ ও বিআরটি প্রকল্পের উড়ালসেতুতে টঙ্গী অংশে যানবাহনের জটলা দেখা দেয়।

যানজট প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামীরকে ফোন করা হলে তিনি সরাসরি ছাড়া বক্তব্য দেবেন না বলে জানান।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১