হোম > সারা দেশ > টাঙ্গাইল

দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার নিষিদ্ধ উত্তেজক জব্দ, ব্যবসায়ী কারাগারে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে একটি দোকানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ওই দোকানিকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ঝাওয়াইল বাজারের এক দোকান থেকে এসব জব্দ করা হয়। 

ওই দোকানের মালিক সানোয়ার হোসেন। দোকানের নাম সাগর স্টোর। সানোয়ার হোসেন নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদ বসনীর ছেলে। 

গোপালপুর থানা-পুলিশ বলছে, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে সানোয়ার হোসেন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। নিষিদ্ধ, ক্ষতিকারক ও যৌন উত্তেজক অবৈধ ওষুধ, সালসা ও পানীয়ের পাইকারি ব্যবসা করতেন তিনি। 

ঝাওয়াইল বাজারের ব্যবসায়ী মজনু মিয়া জানান, একটি প্রভাবশালী মহলের পরিচয়ে এ অবৈধ ব্যবসা চালানোয় এলাকার যুবক ও কিশোররা নানা অপরাধে জড়িত ছিল। 

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব আজকের পত্রিকাকে জানান, সাগর স্টোর নামের একটি ভ্যারাইটি দোকানের অন্তরালে সানোয়ার এ নিষিদ্ধ ব্যবসা চালাচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা