হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গাছে ধাক্কা বেপরোয়া প্রাইভেট কারের, নিহত ২

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কাফরুলে বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। নিহতরা হলেন সায়েম রেজা রাব্বি (২৮) ও রাসেল গাজী (৩০)। পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (বিআইসিসি) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে একটি প্রাইভেট কারে পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে রাস্তায় পড়ে। গুরুতর আহত হন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

মো. জহিরুল ইসলাম আরও জানান, মধ্যরাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চলছিল প্রাইভেট কারটি। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আর আহত তিনজনের মধ্যে দুজন ঢাকা মেডিকেলে, অন্যজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

নিহত রাব্বির বাবার নাম সেলিম রেজা। থাকেন মিরপুর মাজার রোড এলাকায়। পেশায় ব্যবসায়ী। আর নিহত রাসেলের বাবার নাম জাকির হোসেন। তিনি থাকেন মিরপুর ১ নম্বর কলোনিতে। মিরপুরে মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা আছে তাঁর।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ