হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির জগন্নাথ হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় অমিতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমিত যশোর কোতোয়ালি উপজেলার বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

বিষয়টি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এক শিক্ষার্থী মারা গেছে। আমরা শোকাহত। বিস্তারিত এখনো বলতে পারছি না। তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।’

অমিতের রুমমেট সজিব মিত্র জানান, রাত দেড়টা পর্যন্ত মোবাইল চালিয়েছিল। সকালে দেখি কোনো সাড়াশব্দ নেই। ডাকলেও উঠে না। তখন পাশের রুমমেটদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। 

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন