হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, কারখানামালিক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

গ্রেপ্তার নাছির। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাছির নামের এক কারখানামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে নাছির কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক ভৈরব থানায় সাদিয়া শু কারখানামালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে গতকাল সোমবার রাতে উপজেলার লালুকালু মার্কেট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নাছিরের বাড়ি ভৈরব থানার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব স্টেডিয়ামের মোড়ে সাদিয়া শু কারখানায় দীর্ঘদিন ধরে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে আসছিলেন নাছির। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। নাছির বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বাধ্য হয়ে ১৩ জুলাই রাতে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক।

ভৈরব থানার উপপরিদর্শক এমদাদুল হক কবির বলেন, ‘ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নাছিরের নামে মামলা করেছেন। আমরা অভিযোগ পেয়েই নাছিরকে আটক করি। মামলা করার পর গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট