হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, কারখানামালিক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

গ্রেপ্তার নাছির। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাছির নামের এক কারখানামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে নাছির কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক ভৈরব থানায় সাদিয়া শু কারখানামালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে গতকাল সোমবার রাতে উপজেলার লালুকালু মার্কেট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নাছিরের বাড়ি ভৈরব থানার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব স্টেডিয়ামের মোড়ে সাদিয়া শু কারখানায় দীর্ঘদিন ধরে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে আসছিলেন নাছির। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। নাছির বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বাধ্য হয়ে ১৩ জুলাই রাতে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক।

ভৈরব থানার উপপরিদর্শক এমদাদুল হক কবির বলেন, ‘ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নাছিরের নামে মামলা করেছেন। আমরা অভিযোগ পেয়েই নাছিরকে আটক করি। মামলা করার পর গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট