হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে রমনা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, ‘দুপুরে খবর পেয়ে বিজয়নগরে ৭ নম্বর দোতলা বাড়ির নিচ তলা থেকে দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই বৃদ্ধ রুমের ভেতর বিছানায় শায়িত অবস্থায় ছিল। তার সমস্ত শরীর পঁচে গেছে এবং পোকা ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

এদিকে নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস বলেন, ‘বিজয়নগরের ওই বাড়িটি তাদের নিজেদের। তবে সেখানে একাই থাকতেন নাজমুল হাসান। তিনি বিয়ে করেননি।’

গত বৃহস্পতিবার নাজমুলের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি গরমের কারণে খুবই অস্বস্তিতে রয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। এর পরদিন থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হলে আজ বুধবার সকালে উত্তরার বাসা থেকে বিজয়নগরের বাসায় যান। তবে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং রুমের ভেতর থেকে দুর্গন্ধ বেরুচ্ছিল। তখন থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার নাজমুলের মরদেহ উদ্ধার করেন। 

শামীমা আরও বলেন, আমাদের ধারণা গরমের কারণে অথবা অন্য কোনো অসুস্থতার কারণে কয়েকদিন আগেই মারা গেছেন বড় ভাই নাজমুল। তবে তার সঙ্গে কোনো স্বজন না থাকায় মূলত মরদেহটি কিছুটা পচে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট