হোম > সারা দেশ > ঢাকা

সখ্য গড়ে শিশু চুরি করেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন মাস আগে ছেলেসন্তানের জন্ম দেন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা শান্তা আক্তার। এর কয়েক দিন পর শান্তার বাসার কাছেই বাসা ভাড়া নেন এক নারী। ওই নারী অল্প কয়েক দিনের মধ্যেই শান্তার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। এর সুবাদে শিশুটিকে প্রায়ই কোলে নিয়ে আদর করতেন। আর এ বিশ্বাসের সুযোগ নিয়ে শিশুটিকে চুরি করে ৭ মার্চ উধাও হন ওই নারী। তবে শেষরক্ষা হয়নি। এ ঘটনায় পারভিন বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দীন এ তথ্য জানান। এ সময় উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

র‍্যাব জানায়, ৭ মার্চ ভোরে শিশুপুত্রকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্না করতে যান মা শান্তা। কিছু সময় পরে ঘরে এসে শিশুটিকে না পেয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে র‍্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। একটি সিসিটিভি ফুটেজ দেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা ফরিদ উদ্দীন আরও বলেন, পারভিন বেগম নবজাতক ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নবজাতকের তথ্য সংগ্রহ করতেন। এরপর কাছাকাছি বাসা ভাড়া নিয়ে শিশুর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করে বিশ্বস্ততা অর্জন করতেন। এরপর সুযোগ বুঝে নবজাতক চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিতেন। পারভিনের বিরুদ্ধে এর আগেও তিনটি শিশু চুরির অভিযোগ রয়েছে। তাঁকে পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট