হোম > সারা দেশ > ঢাকা

‘বাকিতে সিগারেট না পেয়ে’ ছুরিকাঘাতে দোকানিকে হত্যা, কাউন্সিলরের ভাই আটক 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় চিপস-সিগারেট বাকিতে না দেওয়ায় এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দোকানির নাম মোশারফ হোসেন (৫৫)। ছুরিকাঘাতে করেছেন স্থানীয় কাউন্সিলরের ছোট ভাই মো. রুবেলের (৩৫)। 

পুলিশ বলেছে, মো. রুবেল দোকানিকে ছুরিকাঘাত করেছেন। তাঁকে ইতিমধ্যে আটক করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে দোকান থাকায় তিনি দোকানেই ঘুমাতেন। সোমবার রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল তাঁকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চান। দোকানদার বাকি দেবেন না বলে জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন রুবেল।
 
এরপর স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম জানান, চিপস বাকি দেওয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করেন কাউন্সিলরের ভাই রুবেল। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত রুবেলকে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ