হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত কাজল (৩০) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে জানা গেছে। 

গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। 

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. ইব্রাহিম নামে এক যুবক জানান, গত রাতে দুটি ট্রেন ক্রসিংয়ের সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। লোকজন দেখতে পেয়ে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত রাত দেড়টার দিকে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। 

সোমবার সকালের পর হাসপাতালে এসে কাজলের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। স্ত্রী মমতা আক্তার জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালীতে। বর্তমানে মুগদার মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতেন। তাঁদের মরিয়ম আক্তার (৫) নামে এক মেয়ে রয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। 

স্ত্রী আরও জানান, তাঁর স্বামী পেশায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। রোববার সন্ধ্যায় রিকশা নিয়ে বের হন। সোমবার দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে স্বামীর মরদেহ দেখতে পান। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান, গত রাতে তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। 

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন