হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক টিকিট কাউন্টারের পেছন থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারের পেছন থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে টিকিট কাউন্টারের পেছনের আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, ‘বেলা তিনটার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের পেছনে আমগাছের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখি। পরে শাহবাগ থানায় বিষয়টি অবহিত করা হয়।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেন বলেন, ‘হাসপাতালের ক্যাম্প পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এবং এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাই। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।’

উপপরিদর্শক আরও বলেন, ‘হাসপাতালের কয়েকজনের মাধ্যমে জানতে পারি, কয়েক দিন ধরে ঢাকা মেডিকেল চত্বরে ওই ব্যক্তিকে দেখতে পায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি