হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ম্যাগপাই গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে ২টার দিকে আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার ১ নম্বর বিল্ডিংয়ের ৭ তলা ভবনের ৭ তলার গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ২টা ৩৫ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ২টা ৫৫ তে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

কারখানার ম্যানেজিং ডিরেক্টর মজুমদার আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর পতিরাম মণ্ডল বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। গোডাউনে নিট ফ্যাব্রিক ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবু আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তাকারী কারখানার শ্রমিকেরা টুকটাক আহত হতে পারে। 

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই