হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় সেলিম মাবুদের গ্রন্থ পাহাড়ি জোছনা’র মোড়ক উন্মোচন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদের অষ্টম গ্রন্থ ‘পাহাড়ি জোছনা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় পাংশা পৌর শহরের চান্দুর মোড়ে, পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সভাপতি মো. শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ও বিষয় অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কণ্ডু উপস্থিত থেকে বক্তব্য দেন ও গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থটির লেখক কাজী সেলিম মাবুদ। এ ছাড়া বক্তব্য দেন পাংশা মহিলা কলেজের প্রভাষক, এম এ জিন্নাহ, কবি, মোল্লা মাজেদ, ইবাদত আলী শেখ প্রমুখ।

এ ছাড়া পাংশা মহিলা কলেজের প্রভাষক, খালেদ জগলুল পাশা, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি ফিরোজ হায়দার, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক রতন মাহমুদ ও প্রচার সম্পাদক মো. শাহীন রেজা সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদ ৭টি একক গ্রন্থ প্রকাশ করেছেন। তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ কবি ও সাংবাদিক হিসেবে শেরে বাংলা জাতীয় শিশু সংসদ, ঢাকা থেকে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক পদক’ ১১, এশিয়া হিউম্যান রাইটস, ঢাকা অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন থেকে মহান বিজয় দিবস ২০১১ উপলক্ষে ‘বঙ্গবীর ওসমানী স্মৃতি পদক’ ১১ এবং এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঢাকা থেকে সাহিত্য ও সাংবাদিকতায় ‘অতীশ দিপংকর সম্মাননা-২০১১ ’, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া থেকে স্বামী বিবেকানন্দ স্মারক সম্মানে ভূষিত হয়েছেন। নজরুল সাহিত্য পরিষদ, দিনাজপুর থেকে নজরুল স্মারক সম্মাননা’ ১০, উত্তরণ সাহিত্য আসর, পাবনা থেকে আবু তালিব সাহিত্য পুরস্কার’ ১০, বন্ধু ঐক্য সংগঠন, পাংশা, রাজবাড়ী থেকে ভোলানাথ সাহা স্মৃতি সাহিত্য সম্মাননা পদক, গাঙচিল সাহিত্য পরিষদ, কুষ্টিয়া থেকে কবি কাজী নুরুল হক গাঙচিল সাহিত্য পদক’ ১০ সহ কয়েকটি সম্মাননায় ভূষিত হয়েছেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু